সাম্প্রতিক হত্যাকাণ্ডে ফ্রান্সের নিন্দা

Slider সারাবিশ্ব

 

17374_france

 

 

 

 

 

উগ্রপন্থিদের আক্রমণে হিন্দু পুরোহিত, পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং খ্রিস্টান ধর্মাবলম্বি মুদি দোকানী নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছে ফ্রান্স। মঙ্গলবার ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত সোফিয়া অ্যাবোর্ট এক বিবৃতিতে বলেন, এমন হত্যাকা- কোনভাবেই গ্রহনযোগ্য নয়।
‘নিরীহ মানুষদের হত্যায় শোক’ শিরোনামে দূতাবাস প্রেরিত বিবৃতিতে বলা হয়- ৬ই জুন চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার ও নাটোরে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য মুদি দোকানি সুনীল গোমেজ এবং ৭ই জুন ঝিনাইদহে হিন্দু সম্পদায়ের সদস্য অনন্ত গোপাল গাঙ্গুলির আকস্মিক খুনের ঘটনায় ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস গভীর শোকাহত ও মর্মাহত। রাষ্ট্রদূত তার বিবৃতিতে বলেন আমরা বাংলাদেশকে চিনি এবং ভালবাসি। সাম্প্রতিক ওই হত্যাগুলো অতীতে সংঘঠিত নিরীহ বাংলাদেশীদের হত্যাকান্ডের মতই, যা কোনভাবেই কাঙ্খিত নয়। বিবৃতিতে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ফ্রান্স রাষ্ট্রদূত। এদিকে পৃথক টুইট বার্তায় বৃটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সোয়ার জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পূণব্যক্ত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *