দেওয়ানী বিচার ব্যবস্থার অসংগতি নিয়ে সেমিনার

Slider বাংলার আদালত

2016_06_03_16_06_23_SkEuZ7deRWm2AzsWM8njGikyAERUna_original

 

 

 

 

রাঙামাটি: তিন পার্বত্য জেলায় দেওয়ানী বিচার ব্যবস্থায় বিদ্যমান অসংগতি ও অস্পষ্টতা এবং সেগুলো নিরসনে প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে রাঙামাটিস্থ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কের্টের আপিল বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দোশিষ রায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন।

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. প্রতীম রায় পাম্পুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক মালিক আব্দুলালা্হ আল আমিন, রাঙামাটি পার্বত্য জেলার জেলা ও দায়রা জর্জ মো. কাউসার, বান্দরবার জেলার জেলা ও দায়রা জর্জ মো. শফিকুর রহমান, রাঙামাটির জেলা প্রশাসক মো সামসুল আরেফিন, জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুদ্দীন খালিদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাড. তোষণ চাকমা সহ রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আইনজীবী সমিতির নেতারা সেমিনারে বক্তব্য রাখেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রবীণ আইনজীবী অ্যাড. জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত সেমিনারে রাঙামাটি বান্দরবান জেলার জেলা ও দায়রা জর্জ ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারকরা, আইনজীবী সমিতির সদস্য, সাংবাদিক, ব্ল্যাস্ট এর প্রতিনিধিসহ ৮০ জন অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *