সাইবার নিরাপত্তায় নতুন উদ্যোগ

Slider অর্থ ও বাণিজ্য
hack_3419075b_215922
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ চুরির পর সাইবার নিরাপত্তায় নতুন উদ্যোগের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, যে ভাবে আমরা সাইবার অপরাধের শিকার হয়েছি, তাতে এ বিষয়ে সুদৃঢ় ব্যবস্থা গ্রহণ করা ছাড়া অন্য কোনো উপায় নেই।

অর্থমন্ত্রী বলেন, সাইবারস্পেস ও ইন্টারনেট ভিত্তিক সাইবার অপরাধ পর্যবেক্ষণ ও প্রতিরোধসহ সব ধরনের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে ইন্টারনেট সেফটি সল্যুশন নামে একটি মনিটরিং ও রেগুলেটরি ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। এছাড়া গ্রাহক সেবার মানোন্নয়ন ও ফোন নম্বর সুরক্ষার লক্ষে ‘মোবাইল নম্বর পোর্টাবিলিটি’ বা এমএনপি লাইসেন্স দেওয়ার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি নীতিমালা অনুমোদিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *