ফাইনালে খেলতে পারেন মুস্তাফিজ

Slider খেলা

 

16030_mustafiz

 

 

 

 

 

এ মুহূর্তে পুরো ক্রিকেট বিশ্বের চোখ মুস্তাফিজুর রহমানের দিকে। ইনজুরির কারণে নকআউট ম্যাচে গুজরাট লায়ন্সের বিপক্ষে খেলতে পারেননি সানরাইজার্স হায়দরাবাদের এ বাংলাদেশি পেসার। ভারতীয় প্রিমিয়ার লীগের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামছে মুস্তাফিজের দল সানরাইজার্স। মুস্তাফিজ ফাইনালে খেলবেন কি? এরম উত্তরে আশার কথা শোনাচ্ছেন স্বয়ং মুস্তাফিজের ভ্রাতা মোখলেসুর রহমান। রোববার বাংলাদেশি সংবাদমাধ্যমকে মুস্তাফিজের ভাই মোখলেসুর রহমান বলেন, তার (মুস্তাফিজ) সঙ্গে ফোনে কথা হয়েছে আমার।

সে বলেছে তার ইনজুরিটা সামান্য। ফাইনালে খেলার আশা করছে সে। আর তার দল তাকে বলেছে মুস্তাফিজের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে তারা। মুস্তাফিজের আঘাত মারাত্মক কিছু নয় বলে মনে করেন বাংলাদেশ দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান। গতকাল বাংলাদেশি সংবাদমাধ্যমকে বায়জেদুল বলেন, তার আঘাতটা মনে হয় গুরুতর কিছু নয়। তেমন হলে আইপিএলের ফাইনালে তার খেলার কথা। তবে তাকে যদি ফাইনালে না খেলানো হয় তাহলে বুঝতে হবে তার আঘাতটা রয়ে গেছে। সেক্ষেত্রে তাকে নিয়ে সতর্ক হবো আমরাও। এবারের আইপিএলে সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। তার মারাত্মক ইয়র্কার ও কাটারে মুগ্ধ ক্রিকেটের বোদ্ধা বিশ্লেষকরাও। এবারের আইপিএলে সানরাইজার্সের জার্সি গায়ে ১৫ ম্যাচে মুস্তাফিজের শিকার ১৬ উইকেট। আসরে সবচেয়ে সাশ্রয়ী ৬.৭৪ ইকোনমি গড়  বাঁ-হাতি পেসার মুস্তাফিজেরই। আইপিএল ফাইনাল আজ মাঠে গড়াচ্ছে রাত সাড়ে ৮টায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *