ভালুকায় বাস চাপায় শ্রমিক নিহত: মহাসড়ক অবরোধ পুলিশের গুলি: পুলিশসহ আহত ২৫ আটক-১

Slider জাতীয়

Bhaluka Pic

 

 

 

 

 

 

রাতুল মন্ডল, স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় এক মিল শ্রমিক নিহত হওয়ার ঘটনায় বিক্ষোব্ধ শ্রমিকরা ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে, বিক্ষোব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাকা গুলি ছুড়ে এসময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৪ পুলিশসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। ঘটনা স্থল থেকে পুলিশ এক জনকে আটক করে। এব্যপারে মামলা প্রক্রিয়াধিন রয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার কাঁঠালীস্থ রাসেল মিলের সামনে বুধবার (২৫মে) সকাল অনুমান ৮ টার দিকে শ্যামলী বাংলা পরিবহনের বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের চাপায় জিয়াউল হক নামে, মিলের এক শ্রমিক গুরতর আহত হয়। তাকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে পথিমধ্যেই তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে  শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহা সড়কে বেশ কয়েকটি গাড়ী ভাংচুর করে। এ সময়  শ্রমিকরা মহাসড়কটি প্রায় ৩ ঘন্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে প্রথমে কয়েক রাউন্ড ফাকা গুলি করলে, উত্তেজিত শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ৬২ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। এই সংঘর্ষে ৪পুলিশ সদস্যসহ ২৫জন আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা হলেন, এ এস আই সোরহাব আলী, কনষ্টবল শাজাহান ,মুস্তাফিজুর রহমান ও ইলিয়াস। এসময় মিলের শ্রমিক লাকী আক্তার, শামসুন্নাহার, আবু তাহের, আরিফ আহমেদ, মাহবুব উদ্দিন, রুবি আক্তার, আলাল আহমেদসহ ২০ জন আহত হন। ঘটনা স্থল থেকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় মিল শ্রমিক আবু তাহের কে আটক করে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, পরিস্থিতি নিয়ন্তনে আনতে ৬২ পুলিশ রাউন্ড ফাকা গুলি ছুড়ে। শ্রমিকদের নিক্ষিপ্ত ইটপাটকেলের আঘাঁতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। প্রতক্ষ্য দর্শিরা জানায় শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটির গতি ছিল বেপরোয়া ও অনিয়ন্ত্রিত। যে কারনে এই দূর্ঘটনাটি ঘটে এবং পরবর্তি পরিস্থিতির সৃষ্টি হয়। বিক্ষোব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাকা গুলি ছুড়লে কাদের উস্কানীতে পুলিশের উপর শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করে এই বিষয়টি পুলিশ ক্ষতিয়ে দেখছে। পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করার বিষয়ে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ভালুকা পৌরসভা ৯নং ওয়ার্ডের(স্থানীয়) কাউন্সিলর আমান উল্লাহ তাজুন বলেন, আমার এলাকায় বসবাসকারী কোন শ্রমিক এই কাজ করতে পারেনা। এখানে বাহিরের উস্কানী থাকতে পারে। তাজুন পুলিশের উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসীন্দা শ্রমিকনেত্রী, ঢাকা বিভাগ শ্রমিকলীগ, ভালুকা উপজেলা শাখার সভাপতি হোসনে আরা তাবাসসুম শিশির বলেন, মিলে কর্মরত শ্রমিকরা পুলিশের উপর ইঁটপাটকেল নিক্ষেপ করতে পারেনা। যাদের ইটপাটকেল নিক্ষেপ করতে দেখেছি, এরা কোন মিলের শ্রমিক বলে মনে হলনা। শিশির বলেন, কারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করল, তদন্ত করে এদের বের করে এই দূস্কৃতিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *