আসামে বিজেপিই জয়ী হতে চলেছে

Slider সারাবিশ্ব

14728_bjp

 

 

 

 

কংগ্রেসের সব আশাকে অপূর্ণ রেখে আসামে বিজেপি এই প্রথম সরকার গঠন করার পথে এগিয়ে চলেছে। বৃহস্পতিবার ভোট গণনা শুরুর তিন ঘণ্টার মধ্যে গণনার যে ট্রেন্ড পাওয়া গেছে তাতে আসাম বিধানসভার ১২৬টি আসনের মধ্যে ৭৭টিতেই বিজেপি এগিয়ে গিয়েছে। কংগ্রেস ২৮টিতে এবং বদরুদ্দিন আজমলের এআইইউডিএফ ১৩টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে ৮টি আসনে। বিজেপি এবার সর্বানন্দ সোনোয়ালকে সামনে রেখে আসাম দখলের লড়াইয়ে নেমেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং একাধিকবার আসামে প্রচারে গিয়ে তলুণ গগৈ সরকারকে হঠানোর ডাক দিয়েছিলেন। আগামী দিনের উন্নয়নেরও ঢালাও প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী। মানুষ সেই প্রতিশ্রুতিতে ভরসা রেখেই বিপুলভাবে বিজেপিকে ভোট দিযেছেন। অবশ্য আসামে বিজেপির এই বিজয়ে আসামের উদ্বাস্তু জণগণকে বিপদেও মুখে পড়তে হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেক রাজনৈতিক পর্যবেক্ষক। একদা বাঙাল খেদাও আন্দোণের নেতা ছিলেন বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী প্রার্থী সর্বানন্দ। এছাড়ও বিজেপির শরিক হিসেবে রয়েছে অসম গণ পরিষদেও মত দলও। কেরলে পরিবর্তন : দক্ষিন ভারতের কেরল রাজ্যে পাঁচ বছর পরপর ক্ষমতা বদলের যে রীতি তৈরি হয়েছে এবারও তার কোনও ব্যাতিক্রম হচ্ছে না। বামদের নেতৃত্বাধীন ইউডিএফ ফেল ৫ বছর পর ক্ষমতায় ফিওে আসতে চলেছে। ভোট পরবর্তী সমীকার ইঙ্গিত মতই এলডিএফ বিধানসভার ১৪০টি আসনের মধ্যে ৭৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে ৫০টি আসনে। বিজেপি এবারই প্রথমে কেরলে থাতা খুলতে সমর্থ হবে বলে ট্রেন্ড থেকে জানা গেছে। তারা পেতে পাওে ১টি আসন। অন্যান্যরা এগিয়ে ১০টি আসনে। তামিলনাডুতে জয়ললিতাই : তামিলনাডুতে করুণানিধির দল ডিএমকের জয়ের সম্ভবাবনা ভোট সমীক্ষাতে জানানো হলেও প্রকৃত গণনার যে ট্রেন্ড পাওয়া গেছে তাতে জয়ললিতার এআইডিএমকেই বিপুল সংখ্যাহরিষ্ঠতার পথে এগিয়ে চলেছে। ২৪০টি আসনে মধ্যে তারা ইতিমধ্যেই ১২৯টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে ডিএমকে-কংগ্রেস জোট এগিয়ে রয়েছে ৮৭টি আসনে। অন্যান্যরা এগিয়ে ৮টি আসনে। বিজেপি তামিলনাডুতে ৩ আসনে এগিয়ে রয়েছে বলে বেলা এগারোটার খবরে জানা গেছে। পুদুচেরিতে কংগ্রেসই এগিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *