ফ্রান্সে শফিক রেহমানের মুক্তি দাবি

Slider সারাবিশ্ব

 

2016_04_16_09_18_41_993i5VPWiV2sOod0iyAXcl7rJvMfje_original

 

 

 

 

ফ্রান্স : প্রবীণ সাংবাদিক ও দৈনিক যায়যায়দিনের সাবেক সম্পাদক শফিক রেহমানের মুক্তির দাবিতে প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদ।

জাতীয়তাবাদী নাগরিক মুক্তি পরিষদের আহ্বায়ক শামিমা আক্তার রুবি ও ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহেরের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল এ সময় বাংলাদেশ দূতাবাসের হেড অফ কাউন্সিল হযরত আলী খানের হাতে স্মারকলিপি তুলে দেন।

এ সময়  নেতারা বলেন, বিবিসির প্রাক্তন সাংবাদিক শফিক রেহমান একজন ‘অনুসন্ধানী সাংবাদিক’। কোনো বিষয় না খতিয়ে ও প্রমাণ সংগ্রহ ছাড়া তিনি লেখেন না, এটা  বাংলাদেশের সর্বস্তরের  মানুষ জানে। সম্পূর্ণ মিথ্যাভাবে তাকে হয়রানি করা হয়েছে।

সাংবাদিক শফিক রেহমানকে রিমান্ডের নামে নির্যাতনের ফলে তার জীবনহানির আশঙ্কাও করেছেন তারা। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ড. কামরুল হাসান, গোলাম রসুল রুবেল, প্রফেসর তসলিমা আক্তার, রাশেদুল ইসলাম, ফরিদা আক্তার, ডালিম সরকার, নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *