ইকোপার্কে উদ্ধার লাশটি বিশ্ববিদ্যালয় ছাত্রী মুন্নীর  

Slider শিক্ষা
untitled-6_212622

সীতাকুণ্ড ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেনে খুন হওয়া তরুণীর পরিচয় মিলেছে। তার নাম মুন্নী আক্তার (২৪)। তিনি নগরীর পোর্ট সিটি ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

শনিবার দুপুরে ইকোপার্কের ভেতর থেকে মুন্নীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তখন তার পরিচয় জানা যায়নি। পরদিন পত্রিকায় খবর দেখে মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন তার পরিবারের সদস্যরা। মুন্নী চট্টগ্রামের পটিয়া উপজেলার উত্তর গোবিন্দরখীল গ্রামের আবুল কালামের মেয়ে। পরিচয় জানা গেলেও কি কারণে তাকে হত্যা করা হয়েছে- তা এখনও জানতে পারেনি পুলিশ। তিন দিন পেরিয়ে গেলেও আটক করা যায়নি কাউকে।

মুন্নীর মা হাসনা আরা বেগম দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের কয়েক সহপাঠী মুন্নীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তারা বিভিন্ন সময়ে তাকে উত্ত্যক্ত করত। তাদের আটক করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

সীতাকুণ্ড মডেল থানার এসআই কামাল উদ্দিন জানান, উদ্ধারের সময় মৃতদেহের মাথা, হাত, নাকসহ বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নি ছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *