আবারো বললেন পুলিশ সুপার: পুলিশের সহযোগীতা ছাড়া মাদক নয়

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

sp-gazipur at meeting
শারমিন সরকার
ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ২৪.কম
শ্রীপুর অফিস : গাজীপুরের নবাগত পুলিশ সুপার আবারো বলেছেন, পুলিশের সহযোগীতা ছাড়া মাদক ব্যবসা চলতে পারে বলে আমি বিশ্বাস করি না। কতিপয় অসাধু পুলিশ কর্মকর্তা স্থানীয় মাদক ব্যবসায়ীদের সাঙ্গে যোগসাজস করে  মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে। পুলিশের প্রত্যক্ষ মদদে মাদক ব্যবসা চলছে। সব মাদক ব্যবসায়ীকে পুলিশ চেনে। তারা যত প্রভাবশালীই হউক গ্রেফতার করতে হবে। যে কোন মূল্যে মাদক মুক্ত করে যুব সমাজকে রক্ষা করতে আমি অঙ্গীকারাবদ্ধ। এই নিয়ে মোট তিনবার তিনি একই অভিযোগ করেন।

রোববার বিকালে জেলার শ্রীপুর মডেল থানা কমপ্লেক্সে চত্বরে থানা প্রশাসনের আয়োজনে সুধিজনের সাথে এক মত বিনিময় সভায় মাদক নিয়ে বক্তাদের তোপের মুখে গাজীপুরের নবাগত পুলিশ সুপার মো: হারুন অর রশিদ পিপিএম (বার) এ কথা বলেন।

পুলিশ সুপার আরো বলেন, গাজীপুরের শ্রীপুর দেশের একটি সমৃদ্ধ শিল্পাঞ্চল। এ অঞ্চলে আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়াই তার লক্ষ। মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, সন্ত্রাসী, চাঁদাবাজ, জুটব্যবসায়ী ও আইন শৃংখলা পরিপন্থি কাজে যত বড় প্রভাবশালীই হউক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। এসময় তিনি মিথ্যা মামলা নিয়ে সাধারণ মানুষকে হয়রানী না করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন।

তিনি বলেন, পুলিশের শুদ্ধি অভিযান চলছে। দুর্নীতিবাজ অসাধু পুলিশ সদস্যদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা হবে। তাই সকলকে সাবধানতার সহিত কাজ করার আহবান করেন।

শ্রীপুর মডেল থানার সহকারী পুলিশ সুপার(এএসপি) আক্তারুজ্জামান পিপিএম এর পরিচলনায় মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো: দেলোয়ার হোসেন, শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুল ইসলাম ভূইয়া, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ, সরকারী কর্মকর্তা/কর্মচারীসহসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি।

সভায় বক্তরা শ্রীপুরের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করলেও মাদকের বিস্তার, জমি জবর দখল, ইভটিজিং বেড়ে যাওয়ায় উৎকন্ঠা প্রকাশ করেন। পুলিশ সুপার হারুন অর রশিদ আইন শৃংখলা উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষের সহযোগীতা কামনা করেন।

প্রসঙ্গত; নবাগত পুলিশ সুপার ইতোমধ্যে জেলার ৬টি থানার মধ্যে জয়দেবপুর, টঙ্গী ও শ্রীপুর থানায় পৃথক তিনটি মতবিনিময় সভায় একই অভিযোগ তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *