কাপাসিয়ায় সড়ক দূর্ঘটনায় ২জন নিহত

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ

Gazipur_
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
গাজীপুর অফিস : কাপাসিয়ায় ফকির মজনু শাহ সেতুর পূর্ব পাশে টোল প্লাজার সামনে দন্ডায়মান একটি ট্রাকে ছিটকে পড়ে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ইয়াকুব আলী(৩৫) পিতা খোরশেদ মন্ডল, বাড়ি ময়মনসিংহ জেলার  ত্রিশালে। তিনি ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিঃ এর একজন কর্মচারী।  নিহত অপর ব্যাক্তি সুলতান মিয়া(৩৩) পিতা লাল মিয়া। বাড়ি কাপাসিয়া উপজেলার রায়েদ গ্রামে। শ্রীপুর থানায় রাইটার হিসেবে কাজ করতেন তিনি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফকির মজনু শাহ সেতুর পূর্বপ্রান্তে টোল প্লাজার সামনে তুলাভর্তি একটি ট্রাক পূর্ব থেকে দাঁড়িয়ে ছিলো। কাপাসিয়া থেকে রায়েদগামী দুই আরোহীবাহী মোটারসাইকেলটি ব্রীজ পাড় হয়ে টোল প্লাজা অতিক্রমকালে  ট্রাকের পিছনে লেগে যায়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।

কাপাসিয়া থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। বর্তমানে লাশ ঘিরে রয়েছেন উৎসুক জনতা।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসান উল্লাহ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *