বাসচালকের ছেলে থেকে লন্ডনের মেয়র

সারাবিশ্ব

 

2016_05_07_10_25_41_u1EE1pmO34HdkaRszO0OWTx7gAKx3j_original

 

 

 

 

 

ঢাকা: লন্ডনের সিটি নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন ৪৫ বছরের সাদিক খান। তিনি প্রথম মুসলিম ও এশিয়ান হিসেবে লন্ডনের মেয়র নির্বাচিত হয়েছেন। শুধু লন্ডন নয়, তিনি কিন্তু গোটা ইউরোপেরও প্রথম মুসলিম মেয়র।

একজন বাসচালকের ছেলে থেকে লন্ডনের মেয়র নির্বাচিত হওয়াটা কোনো অঘটন নয়। তিনি দীর্ঘদিন ধরেই রাজনীতি ও মানবতাবাদী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। ছিমছাম মানুষটির উদার নীতি, স্বচ্ছ ব্যক্তিত্ব এবং কর্মস্পৃহা তাকে রাজনীতিতে সফল হতে সহায়তা করেছে।

তার বাবা পাকিস্তানে বাসচালক হিসেবে কাজ করতেন। পরে তিনি লন্ডনে চলে আসেন। সেখানেই ১৯৭০ সালে জন্মগ্রহণ করেন সাদিক খান। আট ভাইবোনের মধ্যে তিনি পঞ্চম। একটি অভিবাসী পরিবারের সন্তান হিসেবে ছোটবেলায় খুব কষ্ট করতে হয়েছে তাকে। পড়াশোনার খরচ জোগাতে নানা ধরনের কাজও করেছেন। এমনকি স্কুলের ছুটিতে নির্মাণ শ্রমিকের মত কঠিন কাজও করেছেন। কেননা তাদের সংসারের আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তারওপর তার বাবা-মাকে দেশে স্বজনদের টাকা পাঠাতে হত। এভাবেই তিনি স্কুলের লেখাপড়া শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *