সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

Slider জাতীয়
4_210387
পূর্ব সুন্দরবনে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন এক বনদস্যু নিহত হয়েছেন।

শুক্রবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শ্যালা নদীর মৃগামারী খালের এ ঘটনায় নিহতের নাম মো. আলম খান (৪৫)।

পরে ঘটনাস্থল থেকে  ১২টি দেশি-বিদেশি  অস্ত্র ও প্রায় ৪৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। লাশ  মংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৮ এর অপারেশন অফিসার আদনান আহম্মেদ এতথ্য নিশ্চিত করে জানান, আলম সুন্দরবনের বনদস্যু বাহিনীর প্রধান।

তিনি জানান, বনদস্যু আলম বাহিনী সশস্ত্র অবস্থায় ওই এলাকায় অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে দস্যুরা। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে র‌্যাবের গুলির মুখে দস্যুরা পিছু হটে।

র‌্যাব কর্মকর্তা আদনান জানান, পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক দস্যুর লাশ উদ্ধার করা হয়। ওই নিহত দস্যু আলম বলে জানান জেলেরা। এসময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি  ১২টি  অস্ত্র ও প্রায় ৪৬৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।  লাশ  মংলা থানায় হস্তান্তর করার পর মামলা হয়েছে । লাশ ময়না তদন্তের বাগেরহাটে  পাঠানো হয়েছে ।

মংলা থানার ওসি শেখ লুৎফর রহমান জানান, এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মংলা থানায় মামলা করা হয়েছে। মৃতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্নেল ফরিদুল আলম জানান, দস্যু দমনে র‌্যাব অভিযান অব্যাহত রাখবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *