রানা প্লাজা ট্রাজেডি নিয়ে মার্কিন কোম্পানির বিরুদ্ধে মামলা খারিজ

Slider সারাবিশ্ব

12816_Delaware

 

 

 

 

বাংলাদেশের রানা প্লাজা ট্রাজেডি নিয়ে আমেরিকার ৩ বৃহৎ পোশাক কোম্পানির বিরুদ্ধে দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছেন দেশটির ডেলাওয়ার অঙ্গরাজ্যের এক বিচারক। এ খবর দিয়েছে বার্তাসংস্থা এপি। খবরে বলা হয়, ট্রাজেডিতে আহত এক শ্রমিক ও স্ত্রী-হারা আরেক ব্যক্তি গত বছর এ মামলা দায়ের করেছিলেন। ওয়ালমার্ট স্টোর্স, জেসি পেনি ও চিলড্রেন’স প্লেসের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

অভিযোগপত্রে বলা হয়, এ কো¤পানিগুলো রানা প্লাজা কমপ্লেক্সের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। মামলার বিচারক এ সপ্তাহে বিবাদী পক্ষের সঙ্গে একমত হন যে, এ মামলাটি দায়ের হয়েছে বাংলাদেশী আইনানুসারে ঠিক করা ১ বছরের সময়সীমা শেষ হওয়ার পর। যেসব শ্রমিক গার্মেন্ট কারখানা নিয়োগ দেয়, আন্তর্জাতিক খুচরা বিক্রেতারা নয়, সেসব শ্রমিকদের ভালোমন্দ দেখাশোনার দায়িত্ব মার্কিন কোম্পানির রয়েছে  এ যুক্তি বাদী পক্ষ প্রমাণ করতে পারেনি বলেও মনে করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *