শিয়া বিক্ষোভকারীদের দখলে বাগদাদের পার্লামেন্ট

Slider সারাবিশ্ব

 

 

2016_05_01_01_34_26_cgUCbYibTHnaz8Q2Dncgtv7gHYLB7U_original

 

 

 

 

 

 

ঢাকা : ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে শত শত শিয়া বিক্ষোভকারী। ইরাকি পার্লামেন্টে অচলাবস্থার প্রতিবাদেই শিয়ারা এ বিক্ষোভে যোগ দেয়।

কট্টরপন্থি শিয়া মুসলিম নেতা মোকতাদা আল সদরের সমর্থকরা গ্রিন জোনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার পর বাগদাদে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন তছনছ করছে বলে খবর পাওয়া যায়। যেসব এমপি পার্লামেন্ট ভবন ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বিক্ষোভকারীরা তাদের বাধা দেন।

মূলত মোকতাদা আল সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ দিচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে দল নিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে। কিন্তু এর বিপক্ষে রাজনৈতিক দলগুলো। আর এ নিয়েই পার্লামেন্টে অচলাবস্থা চলছে।

এ সপ্তাহের শুরুতেও হাজার হাজার মানুষ বাগদাদের গ্রিন জোন অভিমুখে মিছিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *