‘আগামী বছর বিশ্বব্যাপী পালিত হবে মুজিব বর্ষ’—ডা. দীপু মনি

Slider সারাদেশ


চাঁদপুর: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথে বাংলাদেশ অপ্রতিরোধ্য গতিতে উন্নয়নের শিখরে এগিয়ে যাচ্ছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ।

আজ রবিবার সকালে চাঁদপুর শহরের অঙ্গীকারের পাদদেশে জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে শোভাযাত্রাপূর্বক এক সমাবেশে ডা. দীপু মনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা বিশ্বব্যাপী ‘মুজিব বর্ষ’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ব্যাপক আয়োজনে দিবসটি পালনের লক্ষ্যে বেশ কয়েকটি কমিটি গঠনের কথা জানান শিক্ষামন্ত্রী।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় শিশু দিবস এবং জাতির জনকের ৯৯তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের হাসান আলী স্কুল মাঠ থেকে শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনাসভায় বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেল আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *