রাবি শিক্ষক হত্যার বিচারের দাবিতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি

Slider শিক্ষা

 

11684_lead

 

 

 

 

 

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের দাবিতে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে তিন ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। আগামী ২রা মে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মসূচী পালন করা হবে। একই সঙ্গে ওই দিন কালো ব্যাজ ধারণ ও ১২টা থেকে ১টা পর্যন্ত স্ব স্ব বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত স্থানে অবস্থান কর্মসূচিও পালন করা হবে। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ও মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩রা মে সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। ৪ঠা মে বেলা ১১টায় ফেডারেশনের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, ২৬শে এপ্রিল বিকাল ৪টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে ধর্মান্ধ জঙ্গিবাদীগোষ্ঠী কর্তৃক নৃশংসভাবে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় আলোচনা করে তিনটি দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো- সুষ্ঠু তদন্তের মাধ্যমে অধ্যাপক রেজাউল করিমের হত্যাকারীদের খুঁজে বের করে অনতিবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারসহ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে; ধর্মান্ধ জঙ্গিবাদীগোষ্ঠী বারংবার মুক্তচিন্তার ধারক ও বাহক এবং অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যয়ে বিশ্বাসীদের উপর হামলা অব্যাহত রেখেছে। জঙ্গিবাদীগোষ্ঠীর এরূপ অনৈসলামিক এবং নিষ্ঠুর ও পাশবিক কর্মকা- বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *