প্রয়োজনে বন্ধ হবে ভাইবার, হোয়াটসঅ্যাপ: প্রধানমন্ত্রী

Slider জাতীয়
1447246357
সাইবার অপরাধ বন্ধে প্রয়োজন হলে ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তরকালে স্বতন্ত্র সংসদ সদস্য হাজি মো. সেলিমের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংসদে প্রধানমন্ত্রী বলেনে, ‘সব ভালো কাজের কিছু খারাপ দিক আছে। আজ ডিজিটাল বাংলাদেশের সুফল মানুষ পাচ্ছে। এ সুযোগ ব্যবহার করে কিছু কিছু মানুষ ক্রাইম করছে। দুর্ভাগ্য হলো কিছু লোকের মন্দ কাজের জন্য অনেক সময় ভালো মানুষ কষ্ট পায়। তাই সন্ত্রাসী জঙ্গিদের ধরার জন্য প্রয়োজন হলে কিছুদিনের জন্য হলেও ভাইবার, হোয়াটসঅ্যাপ বন্ধ করা হবে।’
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের ধরতে প্রয়োজন হলে এটি করতে হবে। এটা করা দরকার। যখন প্রয়োজন হবে, আমি এটা বন্ধ করবো। বন্ধ করে সন্ত্রাসীদের ধরার চেষ্টা করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *