মালিতে আইইডি বিস্ফোরণে ৪ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

Slider বিচিত্র

297976_160

 

 

 

 

আফ্রিকার মালিতে দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চার বাংলাদেশী শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আরো চারজন গুরুতর আহত হন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে মালিতে নিয়োজিত অন্য বাংলাদেশী শান্তিরক্ষীরা নিরাপদ আছেন। বুধবার রাত পৌনে ১টায় বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, পিরোজপুর (৩৭ এডি রেজি: আর্টি:), ল্যান্স করপোরাল আকতার, ময়মনসিংহ (৯ ফিল্ড রেজি: আর্টি:), সৈনিক রায়হান, পাবনা (৩২ ইবি) এবং সৈনিক (পাচক) জামাল, চাঁপাইনবাবগঞ্জ (৩২ ইবি)।

এ ঘটনায় আহতরা হলেন- করপোরাল রাসেল, নওগাঁ (৩২ ইবি), সৈনিক আকরাম, জেলা- রাজবাড়ী (৩২ ইবি), সৈনিক নিউটন, জেলা-যশোর (১৭ বীর), সৈনিক রাশেদ, জেলা-কুড়িগ্রাম (৩২ ইবি)। আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় বেলা ২টায় উত্তর মালিতে মাইন বিস্ফোরণের ফলে এ হতাহতের ঘটনা ঘটে। দেশটির জাতিসঙ্ঘের মিশন বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশী এ সৈন্যরা মালির মোপটি প্রদেশের বোনি ও দোয়েঞ্জা শহরের মধ্যবর্তী একটি সড়কে টহলরত ছিলেন। এ সময় তাদের বহনকারী গাড়িটি ভয়াবহ এ বিস্ফোরণের শিকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *