কাট্টলীতে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত, আটক ৫

Slider জাতীয়

 

2015_12_14_16_18_13_wY3cWilKEpLKYPhMvAPMR641Xsjrzt_original

 

 

 

 

 

 

চট্টগ্রাম : নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলী বেড়িবাঁধের কুতুব বাড়ি এলাকায় গণপিটুনিতে সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় অস্ত্রসহ আরো পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান।

নিহতরা হলেন সাগর (৩০) ও রাসেল (২০)। আরেক জনের নাম পরিচয় জানা যায় নাই।

ওসি বলেন, ‘প্রতিরাতে ডাকাত দল হানা দিচ্ছিল উত্তর কাট্টলী এলাকার বিভিন্ন পাড়ায়। তাই ডাকাত প্রতিরোধে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। খবর পেয়ে ডাকাতির প্রস্তুতির সময় আট জনের একটি ডাকাতদলকে ঘেরাও করে ফেলে এলাকাবাসী। এসময় জনতার গণপিটুনিতে তিন ডাকাত ঘটনাস্থলেই মারা যায়। পরে আরো পাঁচ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী।’

এসময় আটক ডাকাতদের কাছ থেকে দুটি দেশীয় তৈরী বন্দুক ও ৪টি ধারালো অস্ত্র (কিরিচ) উদ্ধার করা হয় বলে জানান ওসি।

এলাকাবাসীর ভাষ্য, গত এক সপ্তাহে প্রতিরাতে ডাকাত দল হানা দিচ্ছিল তাদের গ্রামে। সাগর পাড় দিয়ে এসে লোকালয়ে হানা দিচ্ছিল ডাকাত দল। গত সপ্তাহে ওই এলাকার তিনটি ঘর ডাকাতি হওয়ার পর আইন-শৃংখলা বাহিনীর কোন সহযোগিতা না পাওয়ায় ডাকাতের ভয়ে রাত জেগে পাহারা দিচ্ছিলেন তাঁরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *