ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচ-এ বাংলাদেশ

Slider খেলা

 

11418_bdc

 

 

 

 

 

টাইগারভক্তদের জন্য বড় সুখবর । আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ সাত নম্বর থেকে উঠে গেছে পাঁচ-এ। মৌসুমের এপর্যায়ে র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ করে থাকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সম্প্রতি কোনো ওয়ানডে ম্যাচ না খেললেও এই হালনাগাদের ফলেই বাংলাদেশের  রেটিং পয়েন্ট ৯৭  থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০১-এ। এর ফলে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এগিয়ে গেল দুই ধাপ। ওয়ানডেতে ১২৮ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরপর রয়েছে  যথাক্রমে নিউজিল্যান্ড (১১৭ রেটিং), ভারত (১১৫), দক্ষিণ আফ্রিকা (১১৪)। নতুন র‌্যাঙ্কিং আইসিসি এখনও প্রকাশ করেনি।

তবে আইসিসির সভা থেকে ফিরে বিসিবি সভাপতি নাজমুল হাসান নিশ্চিত করেছেন এ খবর। হালনাগাদ করার সময় গত এক বছরের সব কটি ম্যাচের শতভাগ পয়েন্ট এবং এর আগের দুই বছরের ম্যাচগুলোর ৫০ শতাংশ পয়েন্ট যুক্ত করা হয়। ২০১৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশ ওয়ানডেতে একটানা  ভালো খেলছে। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল ২০১৯ বিশ্বকাপ খেলবে সরাসরি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *