মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) জাল ভোট দেওয়ার অভিযোগে বিভিন্ন মেয়াদে ২৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ সাজা দেওয়া হয়।
লৌহজংয়ের রিটার্নিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালেকুজ্জামান জানান, নির্বাচনে বিশৃঙ্খলা ও জাল ভোটের অভিযোগে বিভিন্ন কেন্দ্রে ২৩ জনকে সর্বনিম্ন ৩ দিন ও সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো জানান, লৌহজংয়ে নির্বাচনে ১৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯টি মোবাইল কোর্ট কাজ করছে।