দায়িত্ব অনুযায়ী অবস্থান নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী

Slider জাতীয়

 

 

th

 

 

 

 

 

 

ভোরের আলো ফুটতে শুরু করেছে। সেইসঙ্গে পহেলা বৈশাখে বর্ষবরণের আয়োজনে নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব অনুযায়ী অবস্থান নিতে শুরু করেছেন।

শোভাযাত্রা ও নববর্ষের উৎসবকে ঘিরে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে শাহবাগ ও আশপাশের এলাকায় এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা রাস্তায় ব্যাড়িকেড  তৈরির কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। রমনা বটমূল, সোহরাওয়ার্দী উদ্যান, শিশু পার্ক, চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, দোয়েল চত্বর, শিশু একাডেমি, হাইকোর্ট ও তৎসংলগ্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ভোর ৫টায় ব্যারিকেড তৈরি শুরু হয়। শাহবাগ এলাকায় মোট ১৩টি পয়েন্টে ব্যারিকেড প্রস্তুত করা হয়েছে।

এদিকে, রমনা ও শাহবাগ থানা পুলিশের পর‌্যাপ্ত সদস্য মোতায়ন রয়েছে ভোর বেলা থেকেই। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামান। প্রবেশ করতে শুরু করেছে এপিসি।

অপরদিকে, নিরাপত্তা স্বাভাবিক রাখতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা অবস্থান নিচ্ছেন। এছাড়াও রমনা বটমূলকে কেন্দ্র করে রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মহানগর গোয়েন্দা পুলিশের সোয়াত টিম সেখানে কাজ করছে। সঙ্গে রয়েছে র‌্যাব পুলিশের সাদা পোশাকে গোয়েন্দা সদস্যরা।

শাহবাগ থানার অপারেশন অফিসার আবুল কালাম আজাদ  বলেন, রাতেই শাহবাগ এলাকায় ৫টি পয়েন্টে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে স্টিকার সম্বলিত গাড়ি ছাড়া কোনো যানবাহন প্রবেশ করতে দেওয়া হয়নি।

এছাড়া পুরো শাহবাগ এলাকায় দুটি স্থানে পাবলিক টয়েলটের ব্যবস্থা করা হয়েছে। রয়েছে পর্যাপ্ত পানির ব্যবস্থাও।

এদিকে, বর্ষবরণ উপলক্ষে হকাররা রাত থেকেই শাহবাগের ভেতরে অবস্থার নিয়েছেন। কারণ ভোর ৫টার পরে কাউকে ঢ়ুকতে দেওয়া হচ্ছে না।

আনিস নামের একজন হকার  বলেন, ভোর বেলা আর ভিতরের এলাকায় ঢুকতে পারবো না। তাই আমরা আগেই ভেতরে ঢুকছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *