আওয়ামী লীগ বাকশাল কায়েমের চক্রান্ত করছে : মির্জা ফখরুল

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

44040_Mirza
গ্রাম বাংলা ডেস্ক: আওয়ামী লীগ বাকশাল কায়েমের চক্রান্ত করছে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অধিকার হরণ করতেই সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হয়েছে। তিনি বলেছেন, ক্ষমতাসীন দলের নেতাদের মুখ থেকে আগে গণতন্ত্রের ফেনা ফের হলেও এখন তাদের আসল চেহারা উন্মোচিত হতে শুরু করেছে। তাদের আসল চেহারা, তাদের প্রকৃত মুখোশ বেরিয়ে আসতে শুরু করেছে। তাদের নেতারা বলতে শুরু করেছেন, গণতন্ত্র থাকলে নাকি দেশের উন্নয়ন হয় না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দীর সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আতিকুর রহমানের বক্তৃতা দিয়ে রাজধানীর  সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলের সমাবেশ হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন।
জনসভাস্থল থেকে আমাদের প্রতিনিধি এর আগে জানিয়েছেন, বৃষ্টি উপেক্ষা করে জনসভা জনসমুদ্রে পরিণত হয়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা অনেক আগে থেকেই আসছিলেন। ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু সভাস্থলে উপস্থিত থেকে মঞ্চ প্রস্তুতসহ সমাবেশের সার্বিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।
উল্লেখ্য, ৫ জানুয়ারি নির্বাচনের পর ২০ দলীয় জোটের এটাই প্রথম জনসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *