সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

Slider টপ নিউজ ঢাকা বিনোদন ও মিডিয়া

prosaf_riyadh.1

সৌদি আরব ব্যুরো চীফ

রিয়াদঃ সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা আল-খালিজ হোটেলের বাংলাদেশ কফি হাউজে প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বুধবার অনুষ্ঠিত হয়।

সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশিরের সভাপতিত্বে ফোরামের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন লিটন এর সঞ্ছালনায় ফোরামের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্বের কোরান তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (বাংলা শাখা) রিয়াদের সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন খান, প্রবাস বাংলা মিডিয়া লিঃ এর ব্যাবস্থাপনা পরিচালক লোকমান খান, বাংলাদেশ ইমেজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনেরসাধারণ সম্পাদক প্রকৌশলী নাজিম রহমান, এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বকুল প্রমুখ।।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, প্রবাসী সাংবাদিক ফোরামের (প্রসাফ) সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,  যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল-আমীন, জাহাঙ্গীর আলম হৃদয়, সমাজ কল্যাণ সম্পাদক আরিফুর রহমান, ক্রীড়া সম্পাদক জহির উদ্দিন মনির, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম অপূর্ব, তথ্য-প্রযুক্তি সম্পাদক আব্দুল হালিম নিহন এবং সহ-অর্থ সম্পাদক কামাল বাঙ্গালী।

এসময় বক্তারা বলেন, সৌদি আরবে সাংবাদিকদের এই সংগঠনটি আমাদেরকে নতুন এক দিগন্তের দিকে নিয়ে যাবে। যা এখানে (সৌদি আরবে) আরো অনেক পূর্বেই হওয়া উচিত ছিল। বক্তারা আশা প্রকাশ করেন, এই সংঠনের কার্যক্রমের মাধ্যমে একসময় সৌদি আরবের প্রত্যন্ত অঞ্ছলের প্রতিটি প্রবাসী বাংলাদেশীর সুখ-দুঃখের খবর দ্রুততার সাথে বিশ্বব্যাপি ছড়িয়ে যাবে।

তারা আরও বলেন, সৌদি আরবে বাংলাদেশিদের বসবাস দির্ঘদিনের হলেও বাংলাদেশের কোন সাংবাদিক সংগঠনের স্বীকৃতিপ্রাপ্ত সংগঠন এটিই প্রথম। তাই তাদের (ফোরামের সাংবাদিকদের) উচিত হবে সৌদি আরবে বসবাসরত সকল বাংলাদেশিদের সুখ-দুঃখ এবং সাফল্যের কথা তাদের নিজ নিজ মিডিয়ায় তুলে ধরে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করা। এবং প্রবাসী সাংবাদিকদের স্বার্থ রক্ষায় ভুমিকা রাখা।

আলোচনা শেষে ইফতারের পুর্ব মুহুর্তে বাংলাদেশ ও প্রবাসীদের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *