সম্পাদকীয়: দারোগা রেজার রিমান্ড। জাতির মুক্তি মিলবে তো!

Slider জাতীয় টপ নিউজ বাংলার মুখোমুখি বিনোদন ও মিডিয়া সম্পাদকীয় সারাদেশ

101207_185

 

ড. এ কে এম রিপন আনসারী

এডিটর ইন চীফ

গ্রামবাংলানিউজটোয়েন্টিফোর.কম

অপহরণ স্টাইলে আটক করে হত্যা। আটকের পর অমানুষিক নির্যাতনে আসামীর মত্যু। ধারাবাহিক ক্রস ফায়ার। এই সব অভিযোগে কোন পুলিশ কর্মকর্তাকে সহজে গ্রেফতার করে রিমান্ড চাইতে সচরাচর শুনা যায় নি। তবে গতকাল এক ক্যাবল কর্মচারীকে গুলি করার অভিযোগে রাজধানীর  খিঁলগাও থানার শামীম রেজা নামে একজন সহকারী দারোগাকে গ্রেফতার করে ৫দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ এই খবরটি গণমাধ্যমে চাওড় হচ্ছে। আইনের শাষন প্রতিষ্ঠায় নি: সন্দেহে এটি একটি ভাল উদ্যোগ। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্যের বিরুদ্ধে ইতোমধ্যে যে ধরণের স্পর্শকাতর অভিযোগ উঠেছে তার পরিপ্রেক্ষিতে এই ধরণের ব্যবস্থা লক্ষ্য করা যায় নি । একজন নাগরিককে গুলি করে আহত করার ঘটনায় একজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে এই ধরণের কঠোর ব্যবস্থা গ্রহন আইনের শাসন প্রতিষ্ঠায় একটি ভাল পদক্ষেপ হলেও প্রশংসার দাবি রাখে না। কারণ অপহরণ ও খুন করলে যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত নেওয়া হয় না ওই বাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে তুলনামূলক ভাবে লঘু অপরাধের ক্ষেত্রে কেন এত বড় ধরণের ব্যবস্থা তা বিবেচনার দাবি রাখে। অনিয়ম যখন নিয়ম হয়ে যায় তখন নিয়মকে অনিয়ম মনে হওয়ার কারণেই হয়তো জাতির কাছে শামীর রেজা গ্রেফতার ও রিমান্ডের বিষয়টি হাস্যকর ইতিহাস বলে মনে হচ্ছে। যদি এই ঘটনার পর সকল ক্ষেত্রে একই ধরণের পদক্ষেপ নেয়া হয় তবে হতভাগা জাতির ভাগ্য   সুপ্রসন্ন হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। একই সাথে দুঃখ করে বিনয়াবনত ভাবে অভিমত দেয়া যায় যে, ইতোপূর্বে এই ধরণের ব্যবস্থা নিলে হয়ত শামীম রেজার সরকারী অস্ত্র থেকে অস্ত্রের আসল মালিকের দিকে গুলিও বের হত না।

প্রবাদ আছে, যে কোন সময় যে কেউ ভাল বা মন্দ হতে পারে। জানিনা রেজার ঘটনা কোন ঈঙ্গিত বহন করছে। তবে পরিবর্তিত পরিস্থিতি বলে দেবে আসলে রেজা কি ধরণের ভিকটিম। আর আহত ভাগ্যবান নাগরিকটিই বা কে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *