আইএসের গোপন নথি ফাঁস?

Slider সারাবিশ্ব

 

160311020704_germany_is_640_198745

 

 

 

 

 

ইসলামিক স্টেটের (আইএস) একজন সাবেক সদস্য মোহভঙ্গ হবার পর সংগঠনটির গোপন শত শত নথি জার্মানি, ব্রিটেন এবং সিরিয়ার বিরোধী সংবাদকর্মীদের হাতে তুলে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

সংবাদকর্মীদের কাছ থেকে পাওয়া দলিলগুলো এখন জার্মান গোয়েন্দারা পরীক্ষা করে জানাচ্ছেন, সেগুলোকে আসল বলেই মনে হচ্ছে তাদের কাছে। খবর বিবিসির

ফাঁস হওয়া দলিলপত্রের মধ্যে রয়েছে নতুন সদস্য নিয়োগের সময় যেসব তথ্য সংগ্রহ করা হতো তেমন একটি প্রশ্নপত্র।

প্রায় ২২ হাজার আইএস যোদ্ধার নাম,ঠিকানা ও ফোন নম্বরসহ ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত বিস্তারিত বিবরণ। বিভিন্ন সময় নিহত হয়েছে এমন আইএস যোদ্ধাদের বিস্তারিত তথ্যও রয়েছে সেই সব নথিতে।

গোয়েন্দারা বলছেন, এসব দলিলপত্র থেকে আরো জানা যাচ্ছে যে, আইএস পৃথিবীর অন্তত ৪০টি দেশ থেকে কর্মী নিয়োগ করেছে।

জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডে মাইজিয়েরে বলেছেন, আইএস-এর প্রকৃত চরিত্র সম্পর্ক সঠিক ভাবে জানতে এই নথিগুলো ব্যাপক ভূমিকা রাখবে।

তিনি বলছেন যে, নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের মতে, এই সকল নথি সত্য।

এগুলো প্রমাণ দিচ্ছে যে আইএস-এর মতন একটি অপরাধী সংগঠন কতটা ধর্মভীরু আর কতটা কার্যকর।

কাতার ভিত্তিক সিরিয় একটি ওয়েবসাইটে আরবী ভাষায় প্রথম এই দলিলগুলো প্রকাশ করা হয়েছিল।

জার্মানির সন্ত্রাস বিরোধী পুলিশ এখন এসব তথ্যের সত্যতা যাচাই করে দেখার জন্য মিত্র দেশগুলোর সাথে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *