গাজীপুরে মহাসড়কে গাড়ির ধীরগতি অনেক এলাকা পানি বন্দি

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

1919657_946379765387796_8595764341224489758_n

স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংল নিউজ২৪ .কম
গাজীপুর অফিস: মুসলধারে বৃষ্টির কারণে জনজীবন বন্ধি থেমে গেছে। জোরাতালি দিয়ে তাৎক্ষনিক মেরামত কাজ বৃষ্টির পানিতে ভেসে যাওয়ায় মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলছে।

শনিবার বেলা ৩টার দিকে সারা জেলায় খোঁজ খবর নিয়ে জানা যায়, জেলার অধিকাংশ নিম্নাঞ্চল পানি বন্দি হয়ে আছে। নিস্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উঁচু জায়গার পানি নদীতে যেতে সময় লাগছে। ফলে নিম্নাঞ্চলের পাশাপাশি উঁচু জায়গার জলাশয় ও গর্তের মধ্যে পানি জমে গেছে। পানি দ্রুত নেমে যেতে না পারায় নদীর পাড়ে বীজ তলায় পানি জমে আছে। ফলে বীজ তলার সমূহ ক্ষতির আশংকা দেখা দিয়েছে।

জেলা ও উপজেলা শহর সহ সড়ক মহাসড়কের বিভিন্ন স্থানে নীচু জায়গা, গর্ত ও খানা খন্দেরে পানি জমে আছে। ফলে যানবাহন চলছে ধীর গতিতে। গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে কৃত্রিম পানি বন্দি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমাটবদ্ধ পানি নামতে পারছে না।

এদিকে ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-টাঙ্গাইল ও টঙ্গী ঘোড়াশাল সড়কের বিভিন্ন স্থানে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়কের নীচু জায়গায় পানি জমে গেছে। রাস্তায় গর্ত ও খানা খন্দেরে পানি জমে থাকায় যানবাহন চলাচলে ধীর গতি লক্ষা করা গেছে। কোনাবাড়ি-কাশিমপুর সড়ক প্রায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
gazipur photo)-00

শনিবার ভোররাত থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় নির্মানাধীন ফ্লাইওভারের নীচে পানি জমে গিয়ে রাস্তার গর্তগুলো ভরে গেছে। ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে সিরিয়াল সিস্টেম করা হয়েছে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ছানোয়ার হোসেন  বলেছেন, ওভার ব্রীজের নীচে পানি জমে যাওয়ার পর নির্মান প্রতিষ্ঠানকে ডেকে ভেকুর(পানি নিস্কাশন যন্ত্র) ব্যবস্থা করা হয়েছে। পানি জমার সঙ্গে সঙ্গে ভেকু দিয়ে পানি সরিয়ে নেয়া হচ্ছে। ফলে এখন আর যানবাহন চলাচলে তেমন সমস্যা হচ্ছে না।
gazipur photo000

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় রাস্তার নিম্নাঞ্চলে পানি উঠে যাওয়ায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সংযোগস্থল চান্দনা চৌরাস্তায় পানি নিস্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মহানগরের ১৭ নং ওয়াডের্র বিভিন্ন এলাকারি মানুষ পানি বন্দি হয়ে আছে বলে জানা গেছে।
এছাড়া মুসলধারে বৃষ্টি হওয়ার ফলে শহরে দোকানপাট অনেকাংশেই বন্ধ রয়েছে। বৃষ্টির ফলে সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। অতিবৃষ্টির কারণে রাস্তায় পানি জমায় বিদুৎ সরবরাহ কিছুক্ষন পর পর বন্ধ হয়ে যাচ্ছে। রাত থেকে গাজীপুর জেলা শহরে বিদুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

পথচারীরা বলছেন, বৃষ্টি অব্যাহত থাকলে মহাসড়ক যান চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *