বাল্যবিয়ের দায়ে বরসহ ৪ জনের কারাদণ্ড

Slider জাতীয়

 

Lawsm_banglanews24_323476455

 

 

 

 

নীলফামারী: বাল্যবিয়ের আয়োজন করায় নীলফামারীতে বরসহ চারজনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৩ মার্চ) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাবেত আলী এ দণ্ডাদেশ দেন। শুক্রবার (০৪ মার্চ) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের ডাঙ্গাপাড়া দুবাছুড়ি গ্রামের লেবু মিয়া (৩৮) ও তার ছেলে বর দুলাল হোসেন (১৬), বরের চাচা জমির উদ্দিন (৪০) ও ইউনুস আলী (৩৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে বিয়ের আয়োজন চলছিলো বরের বাড়িতে। জানতে পেরে ইউনিয়ন ভিডিপির সহকারী কমান্ডার মোকছেদ আলী গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ওই বাড়িতে যান। এ সময় বরপক্ষের লোকেরা তাদের লাঞ্ছিত করে পোষাক ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বরসহ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে।

রাত আড়াইটার দিকে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ইউএনও সাবেত আলী তাদের প্রত্যেককে ২৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা  জানান, দণ্ডাদেশপ্রাপ্তদের শুক্রবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *