চান্দগাঁওয়ে ৩ ডাকাত গ্রেপ্তার, স্বর্ণ উদ্ধার

Slider জাতীয়

 

2016_02_04_11_06_56_53EYsMG8n97lxhfAEyuCwAOS1ozV8t_original

 

 

 

 

চট্টগ্রাম : নগরীর চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকার শ্যামলি আবাসিকে ডাকাতির ঘটনায় চোরাই মালামালসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে বিভিন্ন সময় ডাকাত চক্রের আরো দু’জনকে গ্রেপ্তার করা হয়েছিলো। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন  বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি চান্দগাঁও থানার বাহির সিগনাল এলাকার শ্যামলি আবাসিকের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বাড়ির মালিক বাদি হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।’

তিনি আরো বলেন, ‘পুলিশ তদন্তে নেমে প্রথমে সাদ্দাম (২৪) নামে এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে। পরে তার দেয় তথ্য অনুয়ায়ি নগরীর বিবিরহাট এলাকা থেকে ডাকাতি হওয়া স্বর্ণ অলঙ্কারসহ আরেক সদস্য তপনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তপন জানায়, বাকি স্বর্ণালংকার তপন হাজারি লেইনে কারখানায় দিয়ে গলিয়ে নেয়। সর্বশেষ গতকাল বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরো তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া ৮টি মোবাইল, ২টি ল্যাপটপ, ৪ ভরি স্বর্ণ ও কসমেটিকস উদ্ধার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *