আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত ২৩ শিশু হাসপাতালে ভর্তি: ওষুধ সংকটে চিকিৎসা ব্যাহত

Slider নারী ও শিশু

index

 

 

 

 

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত কয়েকদিনে ২৩জন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। ভর্তির পাশাপাশি হাসপাতালের আউটডোরে প্রতিদিন অন্তত ৫০জন রোগীর চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। চিকিৎসার ইনজেকশন ও গ্যাস সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পরেছে রোগীর স্বজনেরা।
উপজেলা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলতাফ হোসেন জানান, গত বৃহস্পতি ও শুক্রবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উত্তর শিহিপাশা গ্রামের ইব্রাহিম হাসানের ৭ মাসের মেয়ে মারিয়া খানম, কাওসার সরদারের ৫মাসের ছেলে ইমরুল কায়েস, ইব্রাহিম ভুইয়ার ৮মাসের ছেলে জিহাদ ভুইয়া, জসীম উদ্দিনের ১বছরের ছেলে আরিয়ান, গৌরনদীর নন্দনপট্রি গ্রামের রহিম সরদারের নবজাতক আবদুল্লাহ, গৈলা গ্রামের কামাল সরদারের ৯মাসের ছেলে রাফসান, ওই গ্রামের নুর হোসেনের ৩মাসের ছেলে আব্দুল্লাহ, কাঠিরা গ্রামের রামকৃষ্ণ বিশ্বাসের ২মাসের মেয়ে লতিকা, ওই গ্রামের কমলেশ হালদারের দেড়বছরের ছেলে জন হালদার, ভদ্রপাড়া গ্রামের সুজন সরদারের ১বছরের ছেলে রাজু, দক্ষিণ শিহিপাশা গ্রামের সৈয়দ মশিউর রহমানের ৫বছরের ছেলে মোরসালিন, টেমার গ্রামের সিরাজ হাওলাদারের ৮মাসের ছেলে আরাফাত, উজিরপুরের সাতলা গ্রামের মনীন্দ্র বিশ্বাসের ৪মাসের ছেলে মলয়সহ ১৩জনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এছাড়াও গত রোববার ও সোমবার উপজেলার রাজিহার গ্রামে মিজানুর রহমানের ৫মাসের মেয়ে আরিফা আক্তার, সোমাইপাড় গ্রামের শ্যামল অধিকারীর ৭মাসের মেয়ে শ্রাবন্তী অধিকারী, দক্ষিণ শিহিপাশা গ্রামের জাকির হোসেনের ২মাসের ছেলে রেদোয়ান, মোল্ল¬াপাড়া গ্রামের বীরেন হাওলাদারের ৯মাসের ছেলে অর্জুন, বারপাইকা গ্রামের রতন গাইনের ১বছরের ছেলে আপন গাইন, রাংতা গ্রামের খলিল ঘরামীর ১বছরের ছেলে সাজিত ঘরামী, জহরেরকান্দি গ্রামের মিন্টু রাজীবের আড়াইবছরের ছেলে মিলন রাজীব ও কারফা গ্রামের বাদল হাওলাদারের ২মাসের ছেলে সুকদেবসহ ১০জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এলাকায় নিউমোনিয়ার প্রাদূর্ভাব দেখা দেওয়ায় প্রতিদিন হাসপাতালের আউটডোরে অন্তত: ৫০জনকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকেরা। হাসপাতালে ওষুধ সংকটের কারণে দরিদ্র রোগীর স্বজনেরা রোগীদের নিয়ে বিপাকে পরেছেন।
ডা. মো. আলতাফ হোসেন আরও বলেন, সরকারীভাবে হাসপাতালে সবরাহকৃত ওষুধ বিশেষ করে ইনজেকশন ও গ্যাস সংকট রয়েছে। ফলে চিকিৎসা সেবা কিছুটা বিঘিœত হচ্ছে। এলাকায় এখনও মহামারি আকার ধারণ করেনি। আবহাওয়াজনিত কারণেই এ রোগের প্রাদূর্ভাব দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *