মেসির অবিশ্বাস্য পেনাল্টিতে রোমাঞ্চিত ক্রইফ

Slider খেলা

 

 

messi_bg_472983856

 

 

 

 

 

ঢাকা: প্রায় ৩৪ বছর পর কিংবদন্তি ইয়হান ক্রইফকে মনে করিয়ে দিয়েছেন আর্জেন্টাইন ফুটবলের খুদে জাদুকর লিওনেল মেসি। পেনাল্টি থেকে পাসের মাধ্যমে গোল করা চাট্টিখানি কথা নয়। তবে সতীর্থ লুইস সুয়ারেজকে দিয়ে এমনই অভিনব কায়দায় গোল করান বার্সেলোনা স্ট্রাইকার।

ক্রইফের আগে ইতিহাসে এমন গোল দু’বার হলেও জনপ্রিয়তা পায় এ ডাচ ফুটবলারই। ১৯৮২ সালে স্বদেশি ক্লাব আয়াক্সের হয়ে খেলার সময় পেনাল্টি থেকে সতীর্থের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে গোল করে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি।

এবার পুরো বিশ্বকে অবাক করালেন আর্জেন্টাইন অধিনায়ক। সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ৬-১ গোলে জয়ের ম্যাচে রেকর্ড পঞ্চমবার ব্যালন ডি’অর জয়ী এমন কাণ্ড ঘটান। আয়াক্সের পর কাতালান ক্লাবে খেলা ক্রইফ মেসির এমন কীর্তিতে বেশ রোমাঞ্চিত।

ক্রুইফের ঘনিষ্ঠ বন্ধু টাক্সো বেনেট টুইট করে জানিয়েছেন, ‘টেলিভিশনের পর্দায় ইয়হান ক্রইফ পেনাল্টিটি সরাসরি দেখেছে। এটি দেখে সে বেশ রোমাঞ্চিত হয়ে পড়ে।’

বর্তমানে ক্যান্সারের সঙ্গে লড়ছেন ক্রুইফ। তবে দীর্ঘদিনের চিকিৎসার পর বর্তমানে সুস্থবোধ করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *