গাজীপুর অফিস: গাজীপুরের টঙ্গীত গাড়ি চাপায় মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার ঘটনায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রায় দুই ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেছে
জানা যায়, গাজীপুরের “তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা” টংগী ক্যাম্পাস এর আলিম প্রথম বর্ষের মেধাবী ছাত্র “মাহবুব হোসেব”(১৭) আজ বেলা ১২.৩০ টার সময় গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয়। মাদ্রাসা ছুটি হওয়ার পর সে তার নিজ বাসার উদ্দেশ্যে বের হয়। রোড ক্রসিং এর সয়ম তার বাম দিক হতে “আজমেরী”নামের একটি গাড়ি এসে ধাক্কা দেয়।চাপা দেওয়ার সাথে সাথেই ঘটনা স্থলেই মারা যায়।তার খবর শুনে সহপাঠীরা দ্রুত ছুটে এসে বিক্ষোভ করতে থাকে এবং এর প্রতিবাদে শিক্রাষার্থীরা মিছিল বের করে। মিছিলের স্লোগান ছিল “মাহবুব” হত্যার বিচার চাই”