ফটোসাংবাদিক জহিরুল হকের ইন্তেকাল

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা বিনোদন ও মিডিয়া রাজনীতি সারাদেশ

jahirul_dead_963081998
স্টাফ করেসপন্ডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
ঢাকা: বিশিষ্ট ফটো সাংবাদিক জহিরুল হক আর নেই। দিল্লির একটি হাসপাতালে বাংলাদেশ সময় রোববার সকাল সাত টায় তিনি ইন্তেকাল করেন।

দিল্লির ইনস্টিটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে এর আগে চার দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

জহিরুল হকের স্নেহধন্য বিশিষ্ট সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ঢাকায় এই মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার জহিরুল হকের মরদেহ জেট এয়ারে ঢাকায় আনা হবে। বাদ আসর জাতীয় প্রেসক্লাব গ্রাউন্ডে তার নামাজে জানাজা হবে।

৫ জুন দিল্লির এ হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার দুপুর থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

দেশের প্রথিতযশা ফটোসাংবাদিক জহিরুল হক হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হলে ১৪ মে রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যেতে বলেন হাসপাতালের চিকিৎসকরা।

এরপর পরিবারের সদস্যরা উন্নত চিকিৎসার জন্য গত ৫ জুন এ সাংবাদিককে দিল্লির ইনস্টিউটিউট অব লিভার অ্যান্ড বিলুরিয়াল সায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়।

জহিরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। এছাড়াও তিনি ফটো জার্ন‍ালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জহিরুল হককে পুলিশি নির্যাতনের শিকারও হতে হয়। বিশেষ করে ২০০৬ সালের ১৭ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে তিনি পুলিশি নির্যাতনের শিকার হলে দেশব্যাপী নিন্দার ঝড় ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *