নতুন ৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন  

Slider জাতীয় শিক্ষা সারাদেশ

 

110164_bdgv

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বর্তমানগুলোর মান নিয়ে প্রশ্ন থাকার পরও নতুন করে ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দিয়েছে সরকার। এনিয়ে বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৮৯টিতে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) হেলাল উদ্দিন রোববার গণমাধ্যমকে জানান, নতুন অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ঢাকায় দুটি, চট্টগ্রাম, খুলনা, কুষ্টিয়া ও মানিকগঞ্জে একটি করে। এছাড়া বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠার অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে দেখা যায়, ঢাকার বাড্ডায় প্রতিষ্ঠার জন্য অনুমোদন পেয়েছে ‘দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব স্কলার’। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা অধ্যাপক মোহাম্মদ জামিল হাবিব। তেজগাঁওয়ে স্থাপিত হবে ‘কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। এর উদ্যোক্তা হিসেবে চৌধুরী নাফিজ সরাফতের নাম রয়েছে। মানিকগঞ্জে প্রতিষ্ঠিত হবে ‘এন পি আই ইউনিভার্সিটি অব বাংলাদেশ’। যৌথভাবে এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা সাবেক ছাত্রলীগ নেতা শামসুর রহমান ও ইসহাক আলী খান পান্না। খুলনায় প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছে ‘নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি’। এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আনছার আলী। ‘রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়’ কুষ্টিয়ায় প্রতিষ্ঠার অনুমোদন পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন মোহাম্মদ জহুরুল ইসলাম। চট্টগ্রামে স্থাপনের জন্য ‘ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি’ অনুমোদন দিয়েছে সরকার। এ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা মুহাম্মদ ওসমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *