গাজীপুরে অটোরিক্সার কারখানা সিলগালা

Slider গ্রাম বাংলা বাংলার আদালত

IMG_20160104_130904

 

আলী আজগর খান পিরু, গাজীপুর অফিস: গাজীপুর সিটিকরপোরেশনের ভ্রাম্যমান আদালত একটি অটোরিক্সা তৈরীর কারখানা সিলগালা করেছে।

সোমবার দুুপুরে মহানগরের ধান গবেষনা ইনস্টিটিউটের সামনে মা এন্টারপ্রাইজ নামের ওই কারখানা সিলগালা করা হয়। গাজীপুর সিটিকরপোরেশনের ভ্রামমান আদালতের ম্যাজিষ্ট্রেট রোবেকা সুলতানার নেতৃত্বে ও্ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানায় রক্ষিত ৫৫৭টি অটোরিক্সার চেসিসবডি সিটবক্স সহ বিভিন্ন যন্ত্রপাাতি জব্দ করা হয়। এ সময় ১৮টি তৈরী করা গাড়িও জব্দ করে সিলগালা করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

আদালতের সাথে ছিলেন গাজীপুর সিটিকরপোরেশনের মটরযান পরিদর্শক(বিআরটিএ) এ এস এম ওয়াজেদ হোসেন ও লাইসেন্স কর্মকর্তা আঃ রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *