বরগুনায় ভোটকেন্দ্রে সংঘর্ষ : আহত ৫০

Slider জাতীয়

 

2015_08_22_15_55_55_LifUNipuy60icBxOd1MkUfvKAoHVJO_original

 

 

 

 

আজ সকালে বরগুনা পৌরসভার গগন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে সদর থানার ওসি, প্রিজাইডিং অফিসার এবং সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছে।

ভোটগ্রহণ শুরু হতেই সকাল ৯টায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজের পক্ষে একদল সন্ত্রাসী কেন্দ্র দখল করে ভোট কারচুপির চেষ্টা চালায়। স্থানীয়ও ভোটারদের সঙ্গে কথা বলে এতথ্য জানা যায়। এ ঘটনায় সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত করে রিটার্নিং কর্মকর্তা।
ভোট দিতে না পেরে এতে ক্ষিপ্ত হয় সাধারণ ভোটাররা। এ সময় উত্তেজিত জনতা ভোটকেন্দ্রকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে আহত হয় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন প্রিজাইডিং অফিসার মঞ্জুরুল আলম, সময় টিভির ক্যামেরাম্যান এসএম সিফাতসহ অন্তত ৫০ জন।

এ সময় ১০ রাউন্ড গুলি ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনাস্থলে বিজিবি, এপিবিএন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *