শ্রীপুরে উপ-নির্বাচন: আচরণবিধি ভঙ্গের দায়ে তিনজন দণ্ডিত

Slider গ্রাম বাংলা


রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচন চলাকালে আচরণবিধি ভঙ্গের দায়ে তিনজনকে ১৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন।

দন্ডিতরা হলেন মেম্বার প্রার্থী ইয়ার মাহমুদের কর্মী স্থানীয় শৈলাট গ্রামের আহম্মদ আলীর ছেলে মো. নজরুল ইসলাম, মেম্বার প্রার্থী শহিদুল ইসলামের কর্মী একই এলাকার মতিউর রহমানের ছেলে মো. শামিম এবং মেম্বার প্রার্থী রফিকুল ইসলামের কর্মী স্থানীয় বাঁশবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে জাহিদুল ইসলাম। তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা নাসরিন জানান, শ্রীপুর উপজেলার শৈলাট পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উপ-নির্বাচন চলাকালে বৃহস্পতিবার দুপুরে তিন সদস্য প্রার্থীর পক্ষে দন্ডিতরা ভোট আদায়ে কেন্দ্রের আশেপাশে ভোটারদের আপ্যায়ন শুরু করে। পরে বিষয়টি ধরা পড়লে তাৎক্ষণিকভাবে নির্বাচনী আচরনবিধি ভঙ্গ করারদায়ে ওই তিনজনকে অর্থদন্ড দেয়া হয়।
উপ-নির্বাচনের একমাত্র ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমিন জানান, গাজীপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মো. সাইফুল ইসলাম বাচ্চুর মৃতুজনিত কারণে এ ওয়ার্ডের এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। দুপুর ১টা পর্যন্ত ৫৫শতাংশ ভোট কাস্ট হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *