সিরিয়া সঙ্কট নিরসন প্রস্তাবে একমত বিশ্বনেতারা

Slider সারাবিশ্ব

2015_12_19_10_12_51_BmhjtUgDMroGK3BuEmLQUM210NXA68_original

 

 

 

 

ঢাকা : সিরিয়ায় আগামী ১৮ মাসের মধ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। যার মাধ্যমে সেদেশের জনগণই তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।

সিরিয়া সঙ্কট নিরসনে সর্বসম্মতভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অনুমোদিত এমন এক শান্তি প্রস্তাবে সম্মত হয়েছেন বিশ্বনেতারা।

জানুয়ারিতে উভয়পক্ষকে নিয়ে শান্তি আলোচনা শুরু হবে জানিয়ে আহ্বান জানানো হয়েছে যাতে করে অবিলম্বে তারা সাধারণ নাগরিকদের উপর হামলা বন্ধ করে।

কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যৎ কি হবে, তা পরিষ্কার নয়।

আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী জন কেরি মন্তব্য করেছেন, ‘এই প্রস্তাব কার্যকর হলে সন্ত্রাসীরা আর সুযোগ নিতে পারবে না এবং রাজনৈতিকভাবেই সিরিয়ায় পরিবর্তন হবে।’ তবে এই শান্তি প্রক্রিয়ায় ইসলামিক স্টেট বা তাদের সহযোগী কোন দল অংশ নিতে পারবে না।

সিরিয়ান প্রেসিডেন্ট বাশার আল আসাদের একজন মুখপাত্র জানিয়েছেন, এ সপ্তাহের মধ্যেই তার সরকার শান্তি আলোচনায় অংশ নিতে প্রস্তুতি নেবে। কিন্তু বিরোধী দলের পক্ষে কে সরকারের সঙ্গে আলোচনায় আসবে, সেটি তারা আগে জানতে চায়।

প্রেসিডেন্ট আসাদের ভবিষ্যতের বিষয়ে বিশ্বনেতাদের কিছু বলার থাকতে পারেনা বলেও তিনি মন্তব্য করেছেন।

যদিও যুক্তরাষ্ট্র ও তার সহযোগী দেশের দাবি, শান্তি প্রক্রিয়ার এক পর্যায়ে বাশার আল আসাদকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *