আ.লীগের দুই গ্রুপের উত্তেজনায় ১৪৪ ধারা জারি

Slider রাজনীতি

 

2015_09_07_09_08_19_niDWDOK6K8gjQ4u9sygkEQl3LGg4ij_original

 

 

 

 

ময়মনসিংহ: জেলার নান্দাইলে আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের উত্তেজনার প্রেক্ষিতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠনকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন ও সাবেক এমপি মেজর জেনারেল (অব) আব্দুস সালামের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় পরিস্থিতি সামাল দিতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

নান্দাইল থানার ওসি আতাউর রহমান ১৪৪ ধারা জারির খবর নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।’

সাবেক এমপি মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম সাংবাদিকদের জানান, ২১ নভেম্বর জেলা আওয়ামী লীগ থেকে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিনকে উপজেলা শাখার আহ্বায়ক করা হয়েছিল কিন্তু কেন্দ্র থেকে তা শুক্রবার বাতিল করে দিয়েছে। ১৪৪ ধারা জারি করায় ভালো হয়েছে বলেও জানান তিনি।

এ বাপারে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন জানান, আহ্বায়ক কমিটি বাতিল নয়, কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার উপজেলা সদরে উভয় গ্রুপের জনসভা অনুষ্ঠানের কথা ছিল। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হলে প্রশাসন ১৪৪ ধারা জারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *