এবার খুলনায় জেএমবি পরিচয়ে দুই যাজককে হত্যার হুমকি

Slider জাতীয়

 

1448633100

 

 

 

 

 

এবার খুলনায় দুই খ্রিস্টান ধর্মযাজককে জেএমবি পরিচয়ে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শুক্রবার দুপুরের দিকে তাদের এ হুমকি দেওয়া হয়।

হুমকি প্রাপ্তরা হলেন-সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব ও চার্চ অব গর্ডের বাংলাদেশ প্রধান রেভারেন্ড টমাস জয় সরকার এবং খুলনা বিভাগীয় ক্যাথলিক চার্চের প্রধান বিশপ রমেন বৈরাগী।

বাংলাদেশ ইন্টারচার্চ প্যাস্টরস অ্যান্ড লিডারস ফেলোশিপ খুলনা শাখার প্রচার সম্পাদক সুভাষ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, শুক্রবার দুপুর ১টা ১১ মিনিটে একটি মোবাইল ফোন থেকে সুমন নামের এক ব্যক্তি নিজেকে জেএমবির কমান্ডার পরিচয়ে তাদেরকে জীবননাশের হুমকি দেয়।

এ ঘটনায় বিকেলে যাজক টমাস জয় সরকার সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

রেভারেন্ড টমাস জয় সরকার হুমকির সত্যতা স্বীকার করে বলেন, তাকে ফোন করে বলা হয়, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতির উপস্থিতিতে আপনি বাইবেল পাঠ করেছেন, ৭২ ঘণ্টার মধ্যে আপনার পদ-পদবি ছাড়বেন, তা নাহলে আপনাদের দুজনকে বাঁচিয়ে রাখতে পারবো না’।

তিনি জানান, এ ঘটনায় তিনিসহ অন্য যাজকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *