সুপ্রিমকোর্টে সামাজিকগুলো মাধ্যম খুলে দেয়ার আইনি নোটিশ

Slider তথ্যপ্রযুক্তি বাংলার আদালত

1448451913

 

 

 

 

আজ (বুধবার) দুপুরে সুপ্রিমকোর্টের এক আইনজীবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সচিব বরাবর  ‘বন্ধ থাকা’ সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দিতে আইনি নোটিশ  পাঠান।

নিরাপত্তার স্বার্থে গত ১৮ নভেম্বর থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবারসহ অন্যসব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। সরকারের তরফে বলা হচ্ছে, দেশের একটা মানুষও যতক্ষণ নিরাপদ বোধ করবেন না ততক্ষণ পর্যন্ত এগুলো বন্ধ থাকবে।

অবশ্য বিভিন্ন বিকল্প পদ্ধতিতে অনেকে এসব ব্যবহার করছেন। এমনকি সরকারের ঊর্ধ্বতনদেরও এ কৌশল অবলম্বন করছে বলে অভিযোগ রয়েছে।

এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘যারা বিকল্প উপায়ে ফেসবুক ব্যবহার করছেন তারা নিরাপদ নন এবং সবাইকে নজরদারিতে রাখা হয়েছে!’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *