শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শহরের উত্তর ছায়াবিথী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জয়দেবপুর থানার এসআই আব্দুল হামিদ জানান।
নিহত খন্দকার এনামুল হক বিপ্লব (৪২) গাজীপুর আদালতের শিক্ষানবীশ আইনজীবী ছিলেন। তিনি ওই এলাকার খন্দকার মো. সামসুদ্দিনের ছেলে।
বিপ্লবের ছোট ভাই সুপ্রিম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল খন্দকার আমিনুল হক টুটুল বলেন, “ভাই সন্ধ্যায় বাসার সামনে এসে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা স্থানীয় সন্ত্রাসী রাব্বী ও রবিন তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
“তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।”
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান টুটুল।
এসআই আব্দুল হামিদ বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।