রফতানিতে পাটের ব্যাগ ব্যবহার না করলে সনদ বাতিল

Slider অর্থ ও বাণিজ্য
003_169978
নির্ধারিত পণ্য রফতানিতে এখন থেকে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। কোনো প্রতিষ্ঠান তা না করলে আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রফতানি নিবন্ধন সনদ (ইআরসি) বাতিল করা হবে।
আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর থেকে দেওয়া এ সংক্রান্ত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মঙ্গলবার সার্কুলার জারি করে ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
প্রধান নিয়ন্ত্রকের দফতরের নির্দেশনায় বলা হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ ও বিধি দ্বারা নির্ধারিত পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। অন্যথায় তাদের আইআরসি ও ইআরসি বাতিল হবে এমন শর্ত দিয়ে আইআরসি, ইআরসি জারি ও নবায়ন করতে হবে।
উল্লেখ্য, কোনো প্রতিষ্ঠানের আইআরসি বা ইআরসি বাতিল বা নবায়ন না হলে ওই প্রতিষ্ঠান রফতানি করতে পারে না। এর আগে অপর এক নির্দেশনায় পাটের ব্যাগ ব্যবহার না করে ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি উৎপাদন বা সরবরাহ করলে ওই প্রতিষ্ঠানকে ঋণ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *