প্রধানমন্ত্রীর ভারত সফর ‘আমি মনে করি না যে কোনকিছুর সমাধান হবে’

Slider জাতীয় বিচিত্র


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসীন বলেছেন, সম্পর্ক উন্নয়নের জন্য যেকোন দেশেই প্রধানমন্ত্রীর সফর ইতিবাচক। প্রধানমন্ত্রীর ভারত সফরকেও আমরা ইতিবাচকভাবে দেখছি। তবে প্রধানমন্ত্রীর ভারত সফরে বাংলাদেশের তিস্তা চুক্তিসহ যে অমীমাংসিত ইস্যুগুলো আছে আমি মনে করি না যে তার কোনকিছুর সমাধান হবে। তিস্তা চুক্তির ব্যাপার ভারতের স্পষ্ট একটা অবস্থান আছে। ওদের অভ্যান্তরীণ একটি রাজনীতি আছে। সেখানে যতদিন পর্যন্ত সেটা সমাধান না হয় ততদিন পর্যন্ত তিস্তা চুক্তি নিয়ে কিছু হবে বলে মনে হয় না। এখন ভারত বলছে তিস্তা চুক্তির নতুন ফরমুলার কথা। হয়তো প্রধানমন্ত্রীর এই সফরে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে।

কিন্তু তিস্তা চুক্তির নতুন ফরমুলায় আমাদের দেশের স্বার্থ কতটা সংরক্ষিত আছে সেটা দেখার বিষয় আছে। এনআরসি নিয়ে আমেনা মহসীন বলেন, ভারত বলছে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু তারা আবার একইসঙ্গে অন্য কথাও বলছে। এনআরসি নিয়ে বাংলাদেশের অবস্থানটা শক্তভাবে তুলে ধরতে হবে প্রধানমন্ত্রীর এই সফরে। রোহিঙ্গা সমস্যা নিরসনে বাংলাদেশকে আরও জোড়ালো সমর্থন চাইতে হবে, যাতে ভারত মিয়ানমারকে চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *