জাতীয় বিশ্ববিদ্যালয়ে ওয়ানস্টপ সার্ভিস উদ্বোধন

Slider শিক্ষা

download

 

 

 

 

 

আলী আজগর খান পিরু ঃ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ শিক্ষার্থীদের দূর্ভোগ কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্পূর্ণ আধুনিক তথ্যপ্রযুক্তি নির্ভর ওয়ানস্টপ সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, এখন থেকে স্টেকহোল্ডার, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে উপকৃত হবেন। ছাত্রছাত্রীরা তাদের সনদপত্র, নম্বরপত্র, রেজিস্ট্রেশন, প্রবেশপত্র উত্তোলন, সংশোধন, কলেজ অধিভুক্তি, নবায়ন, ব্যাংক ড্রাফটসহ সব ধরনের ফি জমা ও সংশ্লিষ্ট সব সেবা একই স্থান থেকে নিতে পারবেন। ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটি আইটি নির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্ত করে এ সময় তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আসলাম ভুঁইয়া (প্রশাসন), প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর (একাডেমি), ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আর হোসেন, জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতর পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুল করিমসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *