‘কর্মজীবী নারীরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত’

নারী ও শিশু

 

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 

নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে বৈষম্যের মাত্রা বেশি। ফলে নারীরা নায্য মূল্য থেকে বঞ্চিত হন বলে মন্তব্য করেছেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।

তিনি বলেন, ন্যায্য মূল্য প্রতিষ্ঠিত না হলে, কর্মক্ষেত্রে ৮ ঘণ্টা শ্রমের সময় সূচিও প্রতিষ্ঠিত হবে না

মঙ্গলবার(২৭ অক্টোবর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে কর্মজীবী নারী আয়োজিত গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশে নারী শ্রমিকের মূল্য অনেক কম।উৎপাদিত পণ্যের দাম দেওয়া হলেও এর পিছনের নারী শ্রমিকের শ্রমের মূল্য না দেয়ায় সমাজে তাদের নায্য মূল্য প্রতিষ্ঠা হচ্ছে না।

আলোচনা সভায় বিটস’র সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমদ বলেন, নারীরা গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে তাদের শক্ত নেতৃত্ব তৈরি করেছেন। তারপরও তারা নানা বাধার মুখে পড়ছেন।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি উম্মে হাবিবা‘র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রতন, জাগো বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি বাহারে সুলতান বাহার, গার্হস্থ কর্মজীবি নারীর সাধারণ সম্পাদক মুর্শিদা আক্তার আঁখি, গণমাধ্যম কর্মী এহসানুল হক জসিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *