বুলবুল দিয়ে গেলো ফুটফুটে দুই বুলবুলি

Slider জাতীয় নারী ও শিশু বিচিত্র

ঢাকা: বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় দুই আশ্রয় কেন্দ্রে ঘূর্ণিঝড় বুলবুলের সময় দুইজন কন্যা শিশুর জন্ম হয়। ঝড়ের নামের সঙ্গে মিল রেখে এই দুজনেরই নাম রাখা হয় বুলবুলি।

পটুয়াখালীতে গতকাল শনিবার বেলা দেড়টার দিকে জন্ম নেয় বুলবুলি আক্তার বন্যা। উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আবাসনে জন্ম তার। মেয়ে ও মা দুজনেই ভালো আছে। আশ্রয় কেন্দ্র থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে কলাপাড়া পৌর শহরের মংগলসুখ সড়ক এলাকায় নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের বাড়িতে।

বুলবুলির বাবার নাম আবুল কালাম। পেশায় তিনি ডেকোরেটর শ্রমিক। তিনি বলেন, ‘মোরা গরিব মানু (মানুষ)। দিন আনি দিন খাই। মোর কষ্টের মইধ্যেও আইজগো বইন্যার দিন মাইয়াডার জন্মের খবরে খুব খুশি হইছি। মাইয়াডার লইগ্যা দোয়া করবেন।’

বুলবুলির জন্মের পর খবর পেয়ে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলা পারভীনের সঙ্গে যোগযোগ করা হয়। তিনি বলেন, ‘নীলগঞ্জ আবাসনে এক মা কন্যা সন্তান প্রসব করেছে খবর পেয়ে সেখানে ছুটে যাই। তারা গরিব পরিবারের। আবাসনের ভাঙা ঘর, সুব্যবস্থাও নেই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঘরটি আরও নড়বড়ে হয়ে পড়েছে। এ অবস্থায় মা-মেয়ের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের নিজ বাড়িতে এনে আশ্রয় দিয়েছি।’

মোংলার বুলবুলির ব্যাপারে বিস্তারিত জানা যায়নি এখনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *