রাবি শিবিরের সাবেক সেক্রেটারির যাবজ্জীবন

Slider বাংলার আদালত

64771_161

 

 

 

 

অস্ত্র মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিবিরের সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।

তার বিরদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনে মামলার দুটি ধারার একটিতে যাবজ্জীবন এবং অপরটিতে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়।

রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ৠাব-৫ এর একটি দল ২০১৩ সালের  ২৬ সেপ্টেম্বর রাত তিনটার দিকে মহানগরীর মালোপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও দেশিয় অস্ত্রসহ তৎকালীন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারী সাইফুদ্দিন ইয়াহিয়াসহ ৮ জনকে আটক করে।

ওই ঘটনায় ৠাবের ডিএডি আলতাফ হোসেন বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা শিবির নেতা সাইফুদ্দিন ইয়াহিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে ৭ জনকে অব্যাহতি দেওয়া হয়। মামলাটি চলতি বছরের ৩ আগস্ট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। পরে এ মামলায় আদালতে ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। পরে সোমবার শুনানি শেষে বিচারক গোলাম আহমেদ খলিলুর রহমান এ রায় দেন।

মামলায় বাদী পক্ষে ছিলেন আদালতের বিশেষ পিপি অ্যাডভোকেট এনতাজুল হক বাবু এবং আসামি পক্ষে অ্যাডভোকেট মিজানুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *