গাজীপুরে ৬ ইউপিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র জয়ী গাজীপুর প্রতিনিধি

Slider জাতীয়

গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৬টিতে আওয়ামী লীগ, ২টিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (আনারস) মো. তোফাজ্জল হোসেন, গাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) মো. সিরাজুল হক মাদবর, গোসিংগা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মো. ছাইদুর রহমান, কাওরাইদ ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মো. আজিজুল হক, মাওনা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মো. জাহাঙ্গীর আলম, প্রহলাদপুর ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মো. নুরুল হক আকন্দ, রাজাবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মোছা. হাছিনা মমতাজ, তেলিহাটি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত (নৌকা) মো. আ: বাতেন সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন ভোটাররা। শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে মোট ৪৭০ জন প্রার্থী অংশ নেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪৭ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৩৫ জন প্রার্থী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *