সোনামসজিদ বন্দরে আমদানি-রপ্তানি শুরু

অর্থ ও বাণিজ্য

 

2015_09_28_11_37_57_ptht0pEI0C2JcWPmzAn5E63J73AiCG_original

 

 

 

 

শারদীয় দুর্গোৎসব ও পবিত্র আশুরার ৬ দিনের ছুটি শেষে রোববার সকাল থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানির-রপ্তানি শুরু হয়েছে।

সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার ফকরুল ইসলাম জানান, দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি এবং আশুরা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর সকাল সাড়ে ১০টা পর্যন্ত বন্দরে প্রায় ভারতীয় ২৫টি পণ্যভর্তি ট্রাক প্রবেশের মধ্যে দু’দেশের ব্যবসা আবার স্বাভাবিক হয়। আমদানিকৃত পণ্যের মধ্যে ছিল, পিঁয়াজ, ফল, ভুট্টা ও পাথরের ট্রাক।

সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক জানান, ৬ দিন বন্ধের কারণে দেশের অভ্যন্তরে পিঁয়াজ ও বিভিন্ন ফলের দাম বৃদ্ধি পায়। তবে আজকে বিপুল পরিমাণ আমদানিকৃত পিঁয়াজ ও ফলের ট্রাক প্রবেশ করলেই দাম স্বাভাবিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *